Thursday, November 15, 2018

Right form of verbs এর ঝামেলা থেকে মুক্ত হউন এ চারটি সহজ ফর্মুলায়


For SSC+ HSC examine + Admission Right form of verbs এর চারটি সহজ ফর্মূলা :

মাত্র ৫ মিনিট মন দিয়ে পোষ্টটি পড়ে নিচের চারটি ফর্মূলা পারলেই খুব সহজে Right form of verbs এ চোখ বন্ধ করে ৫ এ ৫ পাওয়া যাবে। Article,peroposition,Right form of verbs,connectors,special words এই পাঁচটা টপিক একদম সহজ। এই ২৫ নাম্বারের মধ্যে ২৫ পেতেই হবে।)
আমরা যা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating, going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,৫
♦ To Be verb সূমহ: Am, is, are, was, were, shall be/will be, have been, has been, shall have been/will have been.
♦ To Have Verb সূমহ: Have, has, had, shall have, will have
♦ To Do verb: Do, Does, Did.
♦ Model&Semi Modal সূমহ: Shall, should, will, would, can, could, may, might, must,meed dare, used to, ought to, am to, are to, is to, was to, were to, have to, has to, had to ইত্যাদি।
এতক্ষণ যা দিয়েছি এগুলা একটা অষ্টম শ্রেণীর বাচ্ছাও জানে। তাও তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য দিয়েছি।
                      মনে আছে তো বলেছিলাম চারটি ফর্মূলা। চল দেখে আসি:
ফর্মূলা -০১: (Model Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই
চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have (hear) the name of SRK
 Ans: heard হবে।
(খেয়াল করো,উপরের সূত্রতে বলা হয়েছে Modal+Have থাকলেই V3 হবে। এজন্য Hear এর জায়গায় Heard হয়েছে। কারণ Might হচ্ছে Modal Verb আর Might এর পরে Have আছে তাই।)

2.It can easily be(solve) within seconds.
=Solved হবে।
(এটাও সহজ। উপরে লেখাই আছে। Modal+be
verb থাকলেই V3 হবে। কারণ Can হচ্ছে Modal,এর সাথে be আছে এজন্য Solve এর জায়গায় Solved.)

3. They must (following) the rules of behave..
=follow হবে।
(কারণ উপরে বলাই আছে শুধু Modal থাকলে V1হয়।)

ফর্মূলা- ০২: (Do, Does, Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।

উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last night.
(এখানে phone হবে, কারন উপরে বলাই আছে Do verb থাকলেই V1 হয়। Do verb কোনগুলা একদম সবার উপরে দেওয়া আছে।) এই Do verb কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে।
{Do,Does,Did ই হচ্ছে Do verb..ক্লিয়ার।}
2.Have you ever (is) in Dinajpur.
(এখানে Been হবে। কারন উপরে বলাই আছে Have verb থাকলেই V3 হয়। IS এর V3 হচ্ছে been.)
ফর্মূলা- ০৩: (preposition)
preposition থাকলেই V1 এর সাথে ing যোগ হবে। শুধু একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে To থাকলে জাস্ট V1 হবে।
উদাহরণ-
1.To(buy) a pen,she went to New Market
(buy হবে,কারন উপরে বলাই আছে। জাস্ট To এর পরে V1 ই হয়,সুতরাং যা আছে, তাই ই হবে।)
2. for (buy) a pen,she went to new.
(buying হবে। কেনোনো preposition থাকলেই ing হবে। সেটা আগেই বলে দিয়েছি। for একটি preposition এটা তোমরা জানো! এজন্যই ing হয়েছে।)

ফর্মূলা- ০৪:( be verb সংক্রান্ত)
1. To be verb হলে (V1+ing) হবে।এখানে মনে রাখতে হবে active voice হলে Sub নিজে verb এর কাজ করে।
2.To be verb+V3, এক্ষেত্রে Passive voice হলে Sub অলস থাকে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা।
1.Sugar is(import) from Brazil.
(Imported হবে। কারন এখানে সাবজেক্ট Sugar অলস। কারণ চিনি ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ আনে। চিনি হেটে হেটে চলে আসে না। তাই be verb এর V3 হবে। import এর V3 হচ্ছে Imported.)
2. Govt is (import) sugar from Brazil.
(importing হবে। কারন এখানে সাবজেক্ট নিজে কাজ করে। Govt সাবজেক্ট। আর Govt নিজে এটা ব্রাজিল
থেকে আনে।)
   এই হচ্ছে চারটা ফর্মূলা। মূলত এই চারটা ফর্মূলা পারলেই তোমরা ৫ এ ৫ পাবা। এছাড়াও জেনে রাখার জন্য বলছি,
♦ONU ARE DOGS হলে V1 হয়।
O=Open,N=Normally,U=Usually, A=Always, R=Regular, E=Everybody, D=Daily,O=Ocasionaly,G=Generally, S=Sometimes এগুলা থাকলেই present form হবে অর্থাৎ V1 হবে। 3rd person singular হলে S/Es হবে।

উদাহরণ : 1.
They (visited) the place often
(visit হবে, কারন খেয়াল করো, ONU ARE DOGS এর
যেকোনো একটা এখানে আছে আই মিন Often আছে।)
2. She (attend) my class regularly.
(attends হবে। যেহেতু She 3rd person singular.)

♦YALOLALA কিংবা অতীতের কিছু থাকলেই V2 হয়।
YALOLA দিয়ে:- Y=Yesterday, A=Ago,Lo=Longtime, long long ago, LA=Last time,last year..
উদাহরণ :
I (see) him last time.
(Saw হবে। কারন YOLALA এখানে আছে দ্যাটস মিন last time আছে।)

♦JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে বললেই V3 অর্থাৎ PP হবে।
JJAYLERS দিয়ে:- J=Just, J=just now, A=Already, L=Lately, E=Even, R=Regularly বুঝায়।
উদাহরণ : I ( Receive) your Sms just now
(have Received হবে কারন এখানে Just now আছে। আর আমরা জানি JJAYLERS থাকলেই V3/PP হয়।)

এই হচ্ছে Right form of verbs । মূলত এই অল্প কয়েকটা ফর্মূলা জানলেই এখানে ৫ এ ৫ পাওয়া যাবে। মাত্র ১০ মিনিট মন দিয়ে এগুলা দেখলে সারাজীবনেও Right form of verbs ভুল হবে না।
দর্শক আপনার জন্য আমি/আমাদের এই পরিশ্রম। আমার/আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শুনব এতে আপনি উপকৃত হয়েছেন।  কাজেই আপনার মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আপনাদের এই মন্তব্যগুলো হবে আমাদের পথচলার একমাত্র সম্ভল। অবশেষে বলতে চাই, ভুল থাকবে না এটা দাবি করা নিজের অজ্ঞাতা বহন করবে।  তবে আপ্রণ চেষ্টা করেছি ভুলকে এড়াতে। তারপরেও ভুল থেকে গেলে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমা করে দিবেন।  ধন্যবাদ।  কথা হবে আগামী কোন এক পোস্টে।  আপনার কোন কিছু জানার থাকলে আমাদের ই-মেইল, ও নিচে কমেন্ট বক্সে জানান অচীরে আমরা উত্তর দিব।  আপনাদের সু-স্বাস্থ্য কমনা করি। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন।  পোস্টটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন। আবারো ধন্যবাদ, RS Learning Home এর সাথেই থাকুন।
বিষয়টি লিখেছেন- আরফিন রিয়াজ

Tuesday, November 13, 2018

PHRASE নিয়ে যতসব সমস্যার সমাধান এক পোস্টে খতম।


PHRASE নিয়ে যতসব সমস্যার সমাধান এক পোস্টে খতম।


Phrase এর বৈশিষ্ট্য:

I)Group of words,
ii)has no sub,
iii)has no finite verb,
iv)gives a single meaning.

Example :
He left the hostel #bag_and_baggage.

mark কর অংশটি
লক্ষ করো কোন finite verb নেই।sub নেই।বাক্যের আংশিক ( single)  অর্থ দেয়।

অর্থাৎ Phrase হলো একগুচ্ছ শব্দ যার কোন subject , object, বা finite verb নেই এবং যা কোন  sentence এ একটি মাত্র parts of speech হিসেবে কাজ করে। আশা করি phrase এর বৈশিষ্ট্য বুঝতে পেরেছ।

Kinds of phrase:
1) Noun Phrase
2) Adjective Phrase
3) Verbal Phrase
4) Prepositional Phrase
5) Conjuctional phrase
6) Interjectional Phrase
7) Adverbial phrase

001. Noun phrase : এর কাজ;
  
01.Noun phrase used as subject
Ex: To walk is good for health

02.Noun Phrase used as object :
ex: I want  to play  cricket.

03.Noun phrase used as prepositional obj :
ex: we come here for  learning.

04.Noun phrase used as apposition :
ex: Borsha, my  best friend,is a brilliant student.

05.Noun used as subject complement :
ex: Borsha is a good girl.

Adjective Phrase :
কোন phrase যখন adjective এর মত কাজ করে তখন তাকে adjective phrase বলে। অথবা Noun কে modify করে।

shortcu teaps:

📖noun+ phrase =The girl #in_pink_sari is Borsha.

📖be verb+ phrase=She is #all_in_all in his family.

📖no + phrase= There is no#hard_and_fast rule in this matter.

📒3.যে phrase বাক্যে adverb এর মত কাজ করে, তাদের কে adverbial phrase বলে।

📚shortcut :
📖verb+ phrase = A beggar is waiting #at the door.

📖place বুঝালে = Borsha waits for her bf #under_a_tree.

📖সময় বুঝালে = Borsha came #at_the_eleventh_hour.

📖manner ( আচরণ)  বুঝালে =
Borsha talked to me in mild voice.

📖 Person (উদ্দেশ্য)  বুঝালে =
He went to hospital #to_see_a doctor.

📖সময়ের পরিমান ( Duration)  বুঝালে=
Borsha has been waiting since #Monday_last.

4) prepositional phrase:

📚shortcut teaps=
📖preposition... +...preposition = #In_spite_of his illness, he attended the function.

5)Conjunctional phrase :

📚conjunction গুলো=
Borsha, as well as,her friends was present in the function.

6) Verbal phrase : যে phrase verb এর মত কাজ করে।
📚shortcut teaps=
📖verb+ preposition =
Borsha #(looks after my girl friend.

7) Interjectional phrase : যে সকল Phrase বাক্যে interjection এর মত কাজ করে, তাকে Interjectional phrase বলে  যেমন:-
📚shortcut teaps :

! চিহ্ন থাকবে= Oh dear! what a fool I am.

The post is written by
Arfin Riaj
an admin of
Nahid24

Monday, November 12, 2018

হৃদয় ছুয়ে যাওয়া কবিতা "প্রেম পরাজয়"

"প্রেম পরাজয় "  

পাল উড়ারে মাঝিরে তুই
     তরি বেয়ে যাব বহুদূর,
প্রেমের মরা সখি আমার
...... গেছে যত দূর,
আঁখি জলে ভাসে সখি,
      সপ্ন বেয়ে আসে,
লাইলে-মজনুর গল্প বলে-
       ... জোসনা হাঁসে।

সখির খোজে যাব
      ভিনদেশীর তরে,
কোথা গেল সখি আমার-
        খুজে নিব তারে।

রাতে আমার ঘুম আসেনা
       জোসনা দেখে রই,
সখি আমার পিছন ডাকে-
        রূপালি বাতাসে কই?
              ★★★
লেখক- রায়হান শরীফ (রিমন)

আহা,.যার জন্য তরী বেয়ে মাঝি হলাম, সে নাকি বলে জীবনদস্যূ

আহা,.যার জন্য তরী বেয়ে মাঝি হলাম, সে নাকি বলে জীবনদস্যূ 


আনুমানিক চল্লিশ উর্দ্ধ এক মহিলা আমার দিকে তাকিয়ে লাজুক লাজুক হাসি দিচ্ছে।। কিশোরি মেয়েদের হাসি যেমন হয়, তেমন করে হাসি দেবার ব্যর্থ চেস্টা।। মহিলার এই হাসি আপনাকে ধাঁধায় ফেলে দিতে বাধ্য।। মনে হবে আপনি তার চেনা মানুষ, কিংবা গোপন ভালোবাসা হয়ে উনার কাছে ধরা দিয়েছেন।।
আরো অদ্ভুত ব্যাপার খুব যত্ন করে সাজের বাহার গায়ে জড়িয়ে হাসপাতালে এই প্রথম কোন রোগীকে দেখলাম।। চোখে মোটা করে  কাজল দেয়া, মুখের উপর গাঢ় মেকাপের প্রলেপ।। কপালে লাল টিপ, হাত ভর্তি চুড়ি।। পড়নে সোনালী রঙয়ের জামদানী শাড়ি, হাতাকাটা ব্লাউজ।। ঠোঁটে লাল লিপস্টিক।। চুলগুলো সদ্য আঁচড়ানো, মুখ আড়াল করে বার বার আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে- এক ভয়ানক অস্বস্থিতে ফেলে দিয়েছে আমাকে।।
আমি রাহাতের অপেক্ষায় আছি।। রাহাত আমার বন্ধু, একজন সাইকোলজির ডাক্তার।। আমাকে সকালে ফোন করে হঠাৎ দ্রুত হাসপাতালে আসতে বললো।। আমি বাসা থেকে বের হয়ে হাসপাতালে ঢুকেই রাহাতকে কল দিলাম, ও বললো- আমি ২২০ নাম্বার ওয়ার্ডে আছি, তুই দুইতালায় আয়।। কিন্তু, ওয়ার্ডে এসে দেখি সে নাই।। দুইজন নার্স আছে।। তাদের জিজ্ঞেস করাতে, বললো- স্যার, ওয়াশরুমে গেলেন মাত্র, চলে আসবে আপনি বসুন।।
আমি এই ফাঁকে বসে বসে রোগীদের দেখছিলাম, বেশির ভাগ রোগীই ঘুমে।। তখন এই মহিলার সাথে আমার চোখাচোখি।।

ও শোভন তুই এসে গেছিস, আয় আমার রুমে আয়।। রাহাত ওয়ার্ডে ঢুকেই আমাকে দেখে বললো।।

রাহাত আর আমি ডাক্তার'স রুমে বসে আছি।।
রাহাত বললো- কি খাবি বল?
আমি খাবার প্রসংগে গেলাম না, উলটা বললাম- হাসপাতালে আসতে বললি কেন এত সকালে??

রাহাত একটু গম্ভীর হয়ে গেলো- অনেক দিন দেখি না তোকে তাই, আর একটা ব্যাপার নিয়ে আলাপ করতে।।

কি ব্যাপার?? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম!!

রাহাত বললো- একটা রোগীর ব্যাপারে তোর সাথে শেয়ার করবো।। তবে, তোকেই কেন বলছি সেসব ব্যাখ্যা পড়ে দিবো।। তুই কি শুনবি??

আমি শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিলাম।।

রাহাত ফাইল হাতড়ে একটা কাগজ বের করে আমার সামনে দিলো।।

ডাক্তারি ভঙ্গিমায় রোগীর বিবরণ লেখা।।

রোগীর নাম- নাজনীন আক্তার।।
পিতা- আলাউদ্দিন খালাসি।।
মাতা- মৃত আমেনা বানু।।
ঠিকানা- ৩২১/১ কেল্লার মোড়, লালবাগ, ঢাকা।।

রোগীর ধরণ- ইরাটোমেনিয়া সিজোফ্রিয়ান রোগে আক্রান্ত।।

আরো হাবিজাবি লেখা আছে।। কিন্তু সেসব পড়তে মন চাচ্ছে না।। আমি এইগুলোতে চোখ বুলিয়ে রাহাতের দিকে তাকিয়ে বললাম-
রোগীর কাহিনী কি, বল তো দোস্ত-

রাহাত একটু কেশে নিলো- ২২০ নং ওয়ার্ডে একটা মহিলাকে দেখেছিস, সাজ গোজ করে বসে আছে।।

হু-

অই মহিলার বিবরণ এটা।। উনি এই ইরাটোমেনিয়া সিজোফ্রিয়ান রোগে আক্রান্ত।। এটা রোগটা মানসিক ক্যান্সারের মত।। এই রোগের রোগীগুলো ভয়াবহ মানসিক চাপে থাকে, এরা অদ্ভুত এক কল্পনা জগতে বাস করে।। বাস্তবতার বাইরে একদম ভিন্ন এক জগৎ, এরা কিন্তু আত্নহত্যাও করতে পারে না।। এদের এত মানসিক কস্ট যেটা তোর আমার কল্পনার বাইরে- তুই চিন্তাও করতে পারবি না।।

আমি বললাম- হুম তো!!

রাহাত বলে চললো- উনি আমাদের হাসপাতালে প্রায় ১০ বছর ধরে ভর্তি।। উনার এই ১০ বছরে বিন্দু মাত্র উন্নতি হয় নি, বরং বলা যায় অবনতি হয়েছে।। উনার সব খরচ এখন হাসপাতাল ফাউন্ডেশন বহন করে।। মূলত এই রোগীর জন্যে আমাদের আর কোন চিকিৎসা নেই।। তবে আমি ব্যক্তিগতভাবে একটা এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছি, তার জন্যে তুই আমার বেস্ট চয়েজ।।

আমি একটু তব্দা খেলাম, পাগলের ডাক্তার বলে কি!! শেষে কিনা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট।।
আমি বললাম- ভাই, বিস্তারিত বল তো।। কথার মাঝে আর থামিস না।।

রাহাত লম্বা দম নিয়ে শুরু করলো-
আমাদের বয়স কালে অনেক ধরণের সাইকোলজিক্যাল ডিজঅর্ডার হতে পারে।। কিন্তু, সবচেয়ে কমন হচ্ছে-
ইরাটোমেনিয়া প্রাইমারি ডিসঅর্ডার।। সাধারণত দুই ভাবে এটা শুরু হতে পারে-

ধর তোকে একটা মেয়ে পছন্দ করে, তুই করিস না।। করিস না মানে একদম ইগনোর করিস, পাত্তা দিস না।। তবু মেয়েটা তোকে ভয়ানক পছন্দ করে।। এখন অই মেয়েকে তুই যত ইগনোর করবি তার ভালোবাসা তত বাড়বে, পাগলের মত তোকে চাইবে।। চূড়ান্ত মানসিক রোগীও হয়ে যেতে পারে, যদি তাকে কেউ এই ট্রমা থেকে বের করে না আনে।। আবার মজার ব্যাপার, তুই যদি তাকে পাত্তা দিস বা তার কথা মেনে নিস- তবে তোর প্রতি তার ভালোলাগা কমে যাবে।। তুই যত পাত্তা দিবি, সে তত মুডি হবে।। একসময় তোকে তার ভালো লাগবে না, সে তোকে দূরে সরিয়ে দিতে চাইবে।। তুই হয়তো তখন বাধ্য হয়ে সরে যাবি, আবার সে তোর প্রতি আসক্ত হবে।। এটা একটা সার্কেলের মত ঘুরপাক খাবে।। ইভেন তুই অন্য কাউকে বিয়ে করে ফেললেও রক্ষা নাই।। মেয়েটা ভেবেই নিবে তুই তার সাথে প্রতারণা করেছিস।। এই যন্ত্রনায় সে রাতদিন জ্বলবে, আর সবাইকে বলে বেড়াবে।।

আমি মন্ত্রমুগ্ধের মত শুনে যাচ্ছিলাম।। আমি লেখক মানুষ, এইসব সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপার আমার মাথায় ঢুকে না।। তারপর রাহাত যে কথা শুনালো- মাথা ঘুরপাক খাচ্ছে।। পেটে ক্ষুধা অনুভব হচ্ছে, সকালে খাই নি কিছুই।।

আমি কথা থামিয়ে দিয়ে বললাম- দোস্ত, এমন অদ্ভুত মানসিক সমস্যা আছে?

রাহাত ঝটপট বললো- অনেক আছে, আরেকটা ধরণ শুন।।
এইটাও অইটার কাছাকাছি- কিন্তু শুরুর প্যাটার্ন খানিকটা ভিন্ন।। এখানে ধর তুই মেয়েটার বন্ধু, খুব কাছের না হলেও স্বাভাবিক বন্ধু।। কিন্তু, মেয়েটা মনে মনে ভেবে নিবে তুই তাকে পছন্দ করিস।। তুই বন্ধু সুলভ যাই করবি, মেয়েটা সেগুলোকেই তোর অব্যক্ত ভালোবাসা ভেবে বসে থাকবে।। কিন্তু, নিজে কোনদিন প্রপোজ করবে না।। তোর কাছ থেকে প্রপোজাল আশা করবে।। ধর, তুই প্রপোজাল দিলি না- অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ালি।। মেয়েটা আস্তে আস্তে ভয়ানক হয়ে উঠবে- তোর বা তোর প্রেমিকার ক্ষতিও করতে পারে, তুই হয়তো টেরি পাবি না।। কিন্তু, সবচেয়ে বাজে ব্যাপারটা হলো-  তুই যদি ওকে প্রপোজ করতি- সে তোকে সোজা না করে দিতো।। তোকে ভর্ষনা করতো, তুই বন্ধু হয়ে এটা কি করলি।। কিভাবে তাকে প্রপোজ করলি, ছি ছি করতো রাত দিন।। তোর থেকে দূরে সরে যেতো, তুই যতবার তাকে রাজী করাতে যাবি সে তত তোকে অবজ্ঞা করবে।। আবার, যদি মেয়েটার ছি ছি শুনে তুই দূরে সরে থাকিস- সে তোকে আবার ভালোবাসবে।। মনে মনে ভাববে, যদি ভালোইবাসে আমার কাছে কেন আবার ফিরে আসে না।। এটাও একটা চক্রবূহ।।
বুঝলি কিছু- শোভন।।

আমি ঝিম মেরে বসে আছি, সত্যিই আমার মাথা ঘুরাচ্ছে।। কেনো যেনো বমি আসছে, গ্যাস্ট্রিকের আক্রমণ কিনা কে জানে।। শুধু বললাম- আচ্ছা, দুইটা ব্যাপারেই তুই মেয়েদের দিয়েই উদাহরণ দিলি কেনো?

রাহাতকে খুশি দেখাচ্ছে, সে বুঝে গেছে আমি তার কথার আগ্রহী শ্রোতা।।
শুন শোভন, আমাদের দেহে ডুপামিন হরমোন এই রকম ডিসঅর্ডারের উদ্দীপক হিসেবে কাজ করে।। আর এই ডুপামিন হরমোন ছেলেদের চেয়ে মেয়েদের কয়েকগুণ বেশি থাকে।। প্রতি ১০০ মেয়ের অনুপাতে ১ টা ছেলে এই সমস্যায় পরে, তাই আর কি।।

আমি সত্যিই এত হিসাব মিলাতে অক্ষম।। আমার শরীর আরো খারাপ হচ্ছে, বুক ধরফর করা শুরু হয়েছে।। রাহাতকে বললাম তোদের ক্যান্টিনে চল, আমাকে দ্রুত কিছু খেতে হবে।।

...........
বাসায় বসে আছি, মাথার মধ্যে ভয়ানক চাপ।। টিপ টিপ ব্যাথা করছে।। রাত গভীর, একটা ডিসপ্রিন গুলিয়ে খেয়েও রক্ষা হচ্ছে না।।
রাহাতের কথাগুলো আবার ভাবতে বসলাম।। কি বিশ্রী এক অনুরোধ করে বসে আছে রাহাত।।  আমাকে নাকি ওর অই রোগীর সাথে সময় দিতে হবে, প্রেম প্রেম ভাব বিনিময় করতে হবে।। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার ছাত্র, আমি নাকি যতটা সহজে এই অভিনয়ের কাজ পারবো আর কেউ নাকি তা পারবে না।। তাই বলে, বাস্তবে এমন একজন যে কিনা প্রায় মায়ের বয়সী মহিলা, তার সাথে প্রেমের অভিনয়- ভাবা যায় না।। আমার রাজী না হয়ে উপায়ও নাই- রাহাতের সাথে বন্ধুত্বের বাইরেও অন্যরকম একটা সম্পর্ক আছে।।

পরদিন সকালে আবার হাসপাতালে গেলাম।। চাকরী বাকরি কিছু করি না, লেখালেখির কারণে সব বাদ দিয়ে বাপের ঘাড়ে চেপে ভালোই চলছিলো।। মাঝে রাহাতের এই উৎকো এক্সপেরিমেন্টের ফাঁদে পা দিতে হলো।। ভাবলাম, একটা জিনিস ভালোই হবে- অন্তত কিছু অভিজ্ঞতা হবে।। যত অভিজ্ঞতা লিখে তত মজা।। তবে, আমার প্রেমিকাকে কিছুতেই আগে থেকে জানানো যাবে না, সে রাগ করতে পারে বা সোজা এই কাজ না করে দিবে।। অথচ, এখান থেকে আমার অনেক কিছু শেখা যেতে পারে।।

আমি নাজনীনের পাশে বসে আছি।। ভয়ানক সাজ, গতকালের সাজের সাথে আজকের সাজের পার্থক্য পেলাম একটা।। গায়ের শাড়িটা পাতলা শিপন কাপড়ের।। এই বয়সের মহিলাদের সাজলে এত ভালো লাগে না, আচ্ছা ভালো কথা- এই সাত সকালে উনাকে সাজিয়ে দেয় কে?

২২০ নাম্বার ওয়ার্ডে মোট ১০ জন রোগী।। সবাই ঘুমে আচ্ছন্ন, শুধু নাজনীন আমি আর খানিক দূরে রাহাত চেয়ার পেতে বসে আমাদের দিকে তাকিয়ে আছে।।

আমি নাজনীনকে বললাম- নাজু কেমন আছো?
লজ্জার আভা গালে মেখে জবাব দিলো-
ভালো না, তুমি কেমন আছো?
কি সাবলীল শুদ্ধ কন্ঠ।। অথচ আমি ভেবেছিলাম, পুরান ঢাকায় যেহেতু বাসা- হয়তো কথায় ঢাকাইয়া টান থাকবে।।

আমি অনিচ্ছাকৃত ভাবে অভিনয়ের হাসি হেসে বললাম- ভালো আছি।। তোমাকে আজ খুব সুন্দর লাগছে।।

নাজনীন আরো লজ্জা পেয়ে আমার বুকে আলতো ধাক্কা মেরে বললো- ধুর!! তোমার মুখে কিছুই আটকায় না ঝিনুক।।
নাজনীনের হাত ভর্তি কাঁচের চুড়িগুলো এলেমেলো ঝংকার দিলো।।

আমি জানি, আমি আজ থেকে নাজনীনের ঝিনুক।।

আমি কথার ফাঁকে ফাঁকে রাহাতের দিকে তাকাচ্ছি।। ডাক্তার সাহেব এক দৃস্টিতে আমাদের পর্যবেক্ষণ করছে।।

নাজনীন আমাকে আবার বললো- তোমাকে বলেছিলাম না, অই ছেলেটা আমাকে পছন্দ করে।। দেখো কেমন বেহায়ায় মত আমাদের দিকে তাকিয়ে আছে।। তুমি ওকে বকা দিয়ে আসো, যাও এখুনি।।

রাহাত সব শুনতে পেয়ে ওয়ার্ড থেকে উঠে বের হয়ে গেলো।। নয়টা ঘুমন্ত মানসিক রোগী আমাকে ঘিরে আছে, আর হাত ছোঁয়া দূরত্বে জাগ্রত এক প্রেমিকা।। আমি ভয় পাচ্ছি।। উঠে সোজা রাহাতের বেরিয়ে যাওয়া পথের অনুসারী হলাম।।

দৌড়ে রাহাতের রুমে গেলাম।

রাহাত বললো- এভাবেই চলুক শোভন।।

...........
পরদিন আমি হাসপাতালে একটা কেবিনে বসে আছি।। কেবিনে আমি আর শুধু নাজনীন বসা।। রাহাত কেবিনের বাইরে চেয়ার পেতে বসে আছে।। আমার মেজাজ অত্যাধিক খারাপ, নাজনীনকে কেনো ওয়ার্ড থেকে নিয়ে কেবিনে এনে আমার সাথে বসিয়ে দিতে হবে।।
একটাবার আমার অস্বস্তির কথা ভাবলো না রাহাত।।

নাজনীন আজ আরও সাজ সেজেছে, গাঢ় লিপিস্টিকে ঠোঁট ভরিয়ে ফেলেছে।। নীল শাড়ি পড়া-

যথারীতি গৎবাঁধা কিছু আলাপ চারিতা শেষে কেবিন থেকে বেরিয়ে আসলাম।।

রাহাত সব জানতে চাইলো, আমি আলাপের অংশ বিশেষ বললাম।।
রাহাতকে খুশি মনে হলো, সে নাজনীনকে কেবিনেই রাখবে।। তাহলে আমাদের প্রণয় জমবে ভালো।।

আমার মনের মধ্যে হাজারও প্রশ্ন।। সেগুলোর উত্তর জানা আবশ্যক, তবে রাহাত বলেছে সব উত্তর পরে দিবে।। সবথেকে বেশি অবাক লাগে, আমাকে ঝিনুক ডাকে কেনো নাজনীন?? নাজনীনের অতীত ঘটনা জানতে হবে, রাহাত আমার একমাত্র ভরসা।।

........
আজ নবম তম দিন।। এর মধ্যে প্রতিদিন সকালে আমি নাজনীনের সাথে দেখা করেছি।। আমি বিরক্ত হয়ে গেছি, প্রতিদিন কেবিনে বসে ১৫-২০ মিনিট আজাইরা প্যাঁচাল পারা আর তারপর রাহাতকে রিপোর্ট করা- ধ্যাৎ আর সহ্য হচ্ছে না।। কিন্তু একটা বিশেষ সুবিধা পাওয়ার আশায় আমি রাহাতকে না করতে পারি না।।

আজ নাজনীন বললো- তোমার বুকটা একটু দেখাবে?
আমি খুব অভিনয়ে পারদর্শী হয়ে গেছি, আমি বললাম- জামা খুলে দেখাবো।।
নাজনীন মুচকি হেসে বললো- না, ছুড়ি দিয়ে কেটে দেখাও না, ওখানে কে কে আছে?
আমি একটু ভয় পেলাম বটে, তবুও বললাম- কে কে আবার, তুমি একাই আছো।।
নাজনীন রাগ দেখালো, চট করে বালিশের তলা থেকে চকচকে একটা চাকু বের করলো।। আমি মূহূর্তেই ভয়ে পিছিয়ে গেলাম।।
আমার দিকে তাকিয়ে নাজনীন চাকু বাড়িয়ে দিয়ে বললো- ঝিনুক বুকটা কেটে দেখা না সোনা, ওখানে কি শুধু আমিই আছি।। একটাবার দেখা না সোনা।।

আমার দম বন্ধ হয়ে আছে, হাত পা সমানে কাঁপছে।। কেবিন থেকে দৌড়ে বের হয়ে আসলাম।। বাইরে দেখি রাহাত চেয়ারে বসা, ওকে ফেলেই সোজা হাসপাতালের নিচে চলে এলাম।।
রাহাত পিছন পিছন এলো।। আমি হাঁপাচ্ছি।।
রাহাত খুব স্বাভাবিক ভাবে বললো- কাল থেকে তোকে আর আসতে হবে না, এই রোগী আর ঠিক হবে না রে।।

........
পরদিন আমাকে হাসপাতালে দেখে রাহাত অবাক।। বললো- আবার এলি যে।।
আমি বললাম- নাজনীনের জন্যে মায়া লাগছে কাল সারারাত।। এক ফোঁটা ঘুমাতে পারি নি।। আমি এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে চাই।। যত কস্টই হোক, উনাকে সুস্থ্য করতে চাই।।
রাহাত পুলকিত হাসি দিলো, কিন্তু সে হাসিতে মিশে ছিলো, ব্যাপারটা এমন হবে সে যেনো জানতো।।

রাহাতের সাথে হাসপাতালের ক্যান্টিনে বসে আছি।। রোজ সকালে ইদানিং এখানেই নাস্তা করি, আমার অবাক লাগে এটা ভেবে- রাহাত এই হাসপাতালে জয়েন করেছে মাত্র ২ মাস।। এরমধ্যে সব বাদ দিয়ে এই রোগীর পিছনে এত সময় কেন দিচ্ছে।। নাকি ও নতুন কোন মানসিক চিকিৎসা পদ্ধতি আবিস্কার করতে চাচ্ছে।।
রাহাত, আমাকে একটু উনার ঘটনা বল তো।।

রাহাত খেতে খেতে বললো- দেখ, নাজনীন ইডেন কলেজে পড়াকালীন একজন শিক্ষককে পছন্দ করতো।। প্রচন্ড গোপন পছন্দ করতো, তা ধর ২০ বছর আগের কথা।। অই শিক্ষক ব্যাপারটা আঁচ   করতে পেরে, নাজনীনকে ইগনোর করা শুরু করে।। নাজনীন এই ইগনোর থেকে আস্তে আস্তে ইরোটোমেনিয়া প্রাথমিক রোগী হতে থাকে।। স্যারের ইগনোরের সাথে সাথে নাজনীনের ভালোবাসা বাড়তে থাকে, একসময় স্যার এসবে পাত্তা না দিয়ে বিয়ে করে ফেলে।। নাজনীন স্যারের নামে যৌন হয়রানীর অভিযোগ করে, আগে ব্যাপারটা এত সিরিয়াস ভাবে নিতো না কেউ।। কিন্তু, লজ্জায় অই স্যার চাকরী ছেড়ে দেশের বাইরে চলে যায়।।  নাজনীন পড়াশোনা বাদ দিয়ে অনুতপ্ততায় ভুগতে থাকে- ধীরে ধীরে আজকের এই পর্যায়ে চলে আসে।। মাঝে আরো কিছু ব্যাপার ঘটে যায়, আস্তে আস্তে জানাবো তোকে।।
আর একটা তথ্য দেই, এই নাজনীন কিন্তু রাতে সম্পূর্ণ অন্য রুপে থাকে।। তখন সে পুরুষ মানুষ ভয় পায় কিংবা ঘেন্না করে।। সকালে আবার এই রুপ।। উনাকে এক নার্স খুব ভোরে সাজিয়ে দেয়, এই সাজানোর ব্যাপারটাও চলছে কয়েক বছর ধরে।। বিকেল পর্যন্ত এভাবেই থাকে, পরে আস্তে আস্তে উনি কাপড় খুলে নগ্ন হতে চায়।। তখন, রাতে উনাকে আমরা অই কেবিনে নিয়ে আসি- উনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমায়।। আবার সকালে কেবিন থেকে নার্স তাকে সাজিয়ে ওয়ার্ডে দিয়ে আসতো।। এখন তো, রাত দিন কেবিনেই থাকে।। যে কোন পুরুষ দেখলেই উনি মনে করেন, লোকটা তাকে পছন্দ করে।।

আবার আমার গা গুলাচ্ছে।। সামনের খাবারগুলো বিস্বাদ মনে হচ্ছে।। আমি নাজনীনের প্রেমে পড়ে যাচ্ছি নাকি, করুণা।।

.......
রাতে আমি নাজনীনের কথা ভেবে অস্থির হয়ে গেছি, মনে হচ্ছে নাজনীনের গায়ে কোন কাপড় নেই- আমার মাথায় খুব সুক্ষ্ণ ভাবে এটা ঢুকে গেছে।। আস্তে আস্তে নিজে সব কাপড় খসিয়ে ফেললাম, রুমের দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিলাম।।

সকালে, যথারীতি আবার হাসপাতালে গেলাম।।
আমার মধ্যে বিশাল এক পরিবর্তন, আমি দামী পোষাক পড়ে- বাবু সাহেব সেজে এসেছি।। রাহাত আমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো।। আমাকে বললো- তুই কি নাজনীনের প্রেমে পড়ে গেছিস।।
আমি মাথা নিচু করে বললাম- হ্যাঁ।।
একটা কাজ করবি, আজ রাতে নাজনীনের সাথে থাকবি কেবিনে।। আমি জানতে চাই সে রাতে তোকে এলাউ করে কিনা।।
আমি কেঁপে উঠলাম ভয়ে।। আমি রাহাতের এই প্রস্তাবে ঘামছি।।
আমার সাহসে কুলাচ্ছে না।। রাহাতকে না করে দিলাম।।
নাজনীনের সাথে দেখা করে, আজ অনেকক্ষণ সময় কাটালাম।।
রাহাতকে রিপোর্ট করে ১২ টার দিকে বাসার পথ ধরলাম।।

রাতে, দরজা বন্ধ করে কান্না করছি।। এখন কারণ ছাড়াই আমার কান্না পায় অথবা কারণ ছাড়াই আনন্দ লাগে।। আমার প্রেমিকাকে আর ভালো লাগে না, সারাদিন নাজনীনের চিন্তায় বিভোড়।। মাথার ভিতর থেকে কিছুতেই রাহাতের রাত থাকার প্রস্তাবের কথা ঝেরে ফেলতে পারছি না।। নাজনীনের গায়ে কাপড় নেই চিন্তা করে পুলকিত হচ্ছি।। নিজের গায়ের সব কাপড় খুলে বিছানায় শুয়ে, সিদ্ধান্ত নিলাম।। আগামীকাল রাতে আমি নাজনীনের সাথেই থাকবো।।

.........
সকালে রাহাত আমাকে দেখেই বললো, শোভন- খারাপ খবর।।
আমি বললাম- কি?

নাজনীন বেঁচে নেই, গত রাতে মারা গেছে।। খুব ভোরে আত্নীয় স্বজন এসে তার লাশ নিয়ে গেছে।। তোকে ইচ্ছে করেই কল দেই নি, তুই এমনিতেই একটা মানসিক রোগী।।
রাহাতের কথা কানে অদ্ভুত শোনালো, সত্যি কি আমি মানসিক রোগী।। আমার তো নাজনীনকে দেখতে মন চাচ্ছে, আমার ভীষণ দেখতে মন চাচ্ছে।। আমি দৌড়ে গেলাম, নাজনীনের কেবিনে।।
কেবিনের দরজা বাইরে থেকে তালা দেয়া, আমি বললাম খুলে দে- আমি নাজনীনকে দেখবো।।
রাহাত আমার সাথে দৌড়ে এসেছে, আমাকে বললো- শান্ত হ শোভন, এই রুমে নাজনীন নেই।।
আমি চিৎকার দিয়ে উঠলাম।। তালা খুলে দে হারামজাদা।।

আমার চিৎকারে হাসপাতালের আশেপাশের লোকজন ডাক্তার নার্স আয়ারা ছুটে আসলো।। রাহাত কাকে জানি নির্দেশ করলো তালা খুলে দিতে।।
দরজা খুলার সাথে সাথেই আমি ভিতরে ঢুকে গেলাম।। নাজনীন বিছানায় সেজে গুঁজে বসে আছে, অথচ রাহাত আমাকে মিথ্যা বলেছিলো।।
আমি নাজনীনের পাশে গিয়ে বসলাম।

কেবিনে রাহাত সহ অনেকেই ঢুকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে।। রাহাত বললো- তুই কি নাজনীনকে দেখতেছিস নাকি।। আমি দাঁত মুখ খিচিয়ে বললাম- কেন হারামজাদা ডাক্তার, তুই দেখিস না।।

রাহাত শুধু বললো- ডিলিউশন, ডিলিউশন বলে রুম থেকে সবাইকে নিয়ে বেরিয়ে গেলো।।

..........
আজ কয়েকমাস কেটে গেছে।। আমি হাসপাতালের এই কেবিনেই দিনরাত যাপন করি।। নাজনীনের সাথে বেশ সুখেই আছি, এই কয়মাসে একবারও আমরা কেবিন থেকে বের হই নি।। কেবিনের সাথে লাগোয়া বাথরুম আর কেবিনেই আয়ারা এসে খাবার দিয়ে যায়।।
নাজনীন কখনো কিছু খায় না, ও নাকি না খেয়েই বেঁচে থাকতে পারে।। কেবিনের মধ্যে একটা আয়নায় মাঝে মাঝে নিজেকে দেখি চুল দাঁড়ি সব বড় হয়ে অদ্ভুত দেখায় নিজেকে।।

........
জয়িতা এসেছে আমাকে দেখতে।। এর মধ্যে আমার বাবা মা এসেছিলো কয়েকবার, আমি কেবিনে এদের প্রবেশ দেখলেই চিৎকার চেঁচামেচি করতাম।। এরা এখন আর আসে না, জয়িতা ছিলো আমার ভালোবাসার মানুষ।।
ওকে দেখে আমি চমকে উঠলাম।।

জয়িতা কেবিনে এসে বললো- কেমন আছো লেখক?

আমি মাথা নিচু করে বললাম- নাজনীন, দেখো কে এসেছে।।

জয়িতা অবাক হয়ে তাকিয়ে আছে, হয়তো জানে আমি পাগল।।

জয়িতা এদিক ওদিক তাকিয়ে বললো- নাজনীন আপনি কেমন আছেন?

নাজনীন কিছু বলে না, সে রাগ করে আমার দিকে তাকিয়ে আছে।।

আমি নাজনীনের রাগ কমাতে বললাম- নাজনীন, আমি এখন শুধু তোমাকে ভালোবাসি জয়িতাকে না।। সে আমার অতীত, তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ।।

জয়িতা আবার এদিক ওদিক তাকিয়ে বললো- নাজনীন আমি শোভনকে নিয়ে একটু বাইরে যাই?

নাজনীন চুপ করে আছে!!

অনেক দিন পর কেবিনের বাইরে বেরিয়ে সব অচেনা লাগছে।। আমি আর জয়িতা হাসপাতালের ফ্লোর ধরে হেঁটে চলছি- এমন সময় দেখলাম, নাজনীন ডাক্তারের এপ্রোন পরে আমাকে দেখে পালিয়ে গেলো।। আমি বললাম, জয়িতা অই তো নাজনীন।। ও রাগ করে অইদিকে কই গেলো??

জয়িতা সে দিকে তাকিয়ে বললো- উনি তো ডাক্তার শিরিন।। শোভন, তোমার নাজনীন কি দেখতে এমন?

আমি বললাম- কি সব বলো, অইটাই নাজনীন, ওইদিকে চলো তো দেখি কই গেলো!!

আমি আর জয়িতা, ডাক্তার'স রুমের দিকে গেলাম।। রুমে ঢুকার আগে জয়িতা আমার হাত টেনে ধরলো- আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বললো।। রুমের পর্দা টেনে দেয়া, দরজা খানিকটা চাপানো।।
রাহাতের উত্তেজিত কন্ঠ শোনা যাচ্ছে ভিতর থেকে-

-কি লাভ হলো ম্যাডাম এত কস্ট করে, কি লাভ হলো বলেন?

ডা: শিরিন বলছে- তোমার বোনকে এখানে আসতে দিলে কেনো?

- আরে, আমি আসতে দেই নাই।। আমি তো জানিই না সে আসবে।। তাকে বলেছি শোভন এখন বদ্ধ উম্মাদ।। তাকে তালা দিয়ে রুমে আটকে রাখি।। জয়িকে এই থার্ড ক্লাস লেখক ফেককের চক্কর থেকে বাঁচাতেই তো এত এত নাটক করা লাগলো।। পুরা হসপিটাল ম্যানেজ করে, এই কাজ করলাম আর এখন জয়ি এখানে।। ড্যাম ইট-

ডা: শিরিনের কন্ঠ- তাহলে জয়িতা কিভাবে এখানে এলো, আবার বাইরে হাঁটাহাঁটি করছে অই ছেলেকে নিয়ে।। আমি তো ভয়ে আছি, আমাকে দেখে ফেললো কিনা??

- দেখলে সমস্যা নাই, সে মারাত্নক ডিলিউশন ঘোরে আছে।। সে আর স্বাভাবিক জীবনে ফিরবে না।। জয়িতা এসেছে, দেখুক তারপর চলে যাবে।। চোরের সাথেও ঘর করা যায় কিন্তু মানসিক রোগীর সাথে না।। আচ্ছা ওরা এখন কোথায়-

ডা: শিরিন বললো- বাইরেই তো দেখলাম।। একটু পর তুমি বের হয়ে জয়িতাকে চলে যেতে বলো আর অই ছেলেকে দ্রুত রুমে ঢুকিয়ে দাও।।

জয়িতা প্রায় আমাকে টেনে নিয়ে কেবিনে চলে আসলো।। আমি কিছুই বুঝলাম না, কেবিনে এসে দেখি নাজনীন নেই।। আমাকে বিছানায় বসিয়ে দিয়ে জয়িতা শক্ত হয়ে দাঁড়িয়ে হাঁফাচ্ছে।।
খানিক বাদে রাহাত এসে বললো, এই জয়ি দেখলি তো পাগলটাকে, যা বোন এইবার বাসায় চলে যা।।

জয়িতা গগণ বিদারি চিৎকার দিয়ে বললো- তুই যা এই রুম থেকে হারামজাদা ডাক্তার, আমি জয়িতা না, আমি নাজনীন।। তুই নাজনীন আর শোভনকে কোনদিন আলাদা করতে পারবি না।। আমরা এই রুমেই আজীবন কাটাবো-

........
 লেখক-
রাজভী রায়হান শোভন
সংগৃহীত

Sunday, November 11, 2018

৩০০ পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি- ২৬/১১ আবেদনের শেষ তারিখঃ ২৬ নভেম্বর ২০১৮

৩০০ পদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি- ২৬/১১

আবেদনের শেষ তারিখঃ ২৬ নভেম্বর ২০১৮,

সার্রকুলার ভাল করে দেখে নিন?

আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন? Download

নিয়মিত চাকুরির আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

কর কমিশনারের কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ- ১০/১২ আবেদনের শেষ তারিখঃ ১০/১২/২০১৮

কর কমিশনারের কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ- ১০/১২

আবেদনের শেষ তারিখঃ ১০/১২/২০১৮

সার্কুলার দেখতে ও আবেদন করতে ক্লিক করুন Apply Now তে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তে বিভিন্ন পদে নিয়োগ- ২৯/১১ আবেদনের শেষ তারিখঃ Nov 29, 2018

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তে বিভিন্ন পদে নিয়োগ- ২৯/১১

আবেদনের শেষ তারিখঃ Nov 29, 2018 

সার্কুলার দেখে নিন........

আবেদন করতে ক্লিক করুন Apply Now

বাংলা ১ম পত্র "সিরাজউদ্দৌলা" নাটকের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তথ্যাবলী


বাংলা ১ম পত্র "সিরাজউদ্দৌলা" নাটকের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তথ্যাবলী


★প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা
★ইতিবাচক চরিত্র সিরাজউদ্দৌলা,আমিনা বেগম,মোহন লাল,মির মর্দান,সেনাপতি সাফ্রে,রাইসুল জুহালা
★ক্লেটন বেঈমান বলেছে ওয়ালী খান কে।
★গভর্ণর ছিলেন রজার ড্রেক
★গভর্ণর ড্রেকের ধ্বংস চায় উমিচাদ
★"বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা">উমিচাদ
★গোপনে অস্ত্র আমদানি হয় কাশিমবাজারে
★হলওয়েল ছিলেন ইংরেজ ডাক্তার
★নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে উমিচাদের গুপ্তচর
★সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ রাজা মানিকচাদঁ
★ওয়ালী খান কোম্পানির টাকার জন্য তাদের পক্ষে যুদ্ধ করেছে
★ইংরেজরা এদেশে বানিজ্যের অনুমতি পেয়েছিলো নবাব আলীবর্দি খান থেকে
★ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হয় ফোর্ট উইলিয়াম দূর্গে বসে
★উমিচাদ নবাবের কাছে অনুরোধ করে কৃষ্ণবল্লভের মুক্তির
★পলাশী ভাগিরথী নদীর তীরে অবস্থিত
★কলকাতা থেকে তাড়া খেয়ে জাহাজে ডুকে ড্রেক,মার্টিন,হ্যারীরা
★কিলপ্রাট্রিক ২৫০ জন সৈন্য নিয়ে আসে
★"ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে">মার্টিন
★ড্রেক লাহোর হয়ে বাংলাদেশে এসেছে
★১২০০০ টাকার বিনিময়ে মানিকচাদ ইংরেজদের কলকাতাতে ব্যবসায়ের অনুমতি দিয়েছিলো
★সকলের লাভ হবে শওকতজঙ্গ নবাব হলে
★ইংরেজদের চারগুন দামে জিনিসপত্র কিনতে হতো
★কিলপ্রাট্রিক,মার্টিন ৭০ টাকা বেতনের কর্মচারী
★কলকাতার দেওয়ান মানিকচাদ
★নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল
★মিরজাফর কোরআন শরীফ ছুয়ে প্রতিজ্ঞা করেছলো
★মিরন নাচগানে বেশি মশগুল থাকতেন
★মিরজাফর উমিচাদকে কালকেউটে বলেছিলো
★চুক্তি অনুযায়ী কলকাতাবাসী ৭০ লক্ষ টাকা পাবে
★মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়
★সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক
★প্রকাশিত হয় ১৯৬৫ সালে
★নাটকে ৪ টি অংক,১২ টি দৃশ্য রয়েছে
★মির জাফরের ৩ পুত্র ছিলো
★আলিনগর চুক্তি ১৭৫৭ সালে বাংলার নবাব ও ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভের মাঝে হয়
★সন্ধি অনুযায়ী মির জাফর শুধুমাত্র মাত্র মসনধে বসবে
★পলাশীর যুদ্ধে ইংরেজদের সৈন্য ছিলো তিন হাজার,নবাবের পক্ষে পঞ্চাশ হাজারের বেশি
★সিরাজউদ্দৌলাকে হত্যা করে মোহাম্মদি বেগ

দর্শক আপনার জন্য আমি/আমাদের এই পরিশ্রম। আমার/আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শুনব এতে আপনি উপকৃত হয়েছেন।  কাজেই আপনার মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আপনাদের এই মন্তব্যগুলো হবে আমাদের পথচলার একমাত্র সম্ভল। অবশেষে বলতে চাই, ভুল থাকবে না এটা দাবি করা নিজের অজ্ঞাতা বহন করবে।  তবে আপ্রণ চেষ্টা করেছি ভুলকে এড়াতে। তারপরেও ভুল থেকে গেলে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমা করে দিবেন।  ধন্যবাদ।  কথা হবে আগামী কোন এক পোস্টে।  আপনার কোন কিছু জানার থাকলে আমাদের ই-মেইল, ও নিচে কমেন্ট বক্সে জানান অচীরে আমরা উত্তর দিব।  আপনাদের সু-স্বাস্থ্য কমনা করি। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন।  পোস্টটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন। আবারো ধন্যবাদ, RS Learning Home এর সাথেই থাকুন।
(সংগৃহীত)

বাংলা_ব্যাকরণ: আলোচ্য বিষয়ে যতসব প্রশ্ন হতে পারে তার সমাহার।

বাংলা_ব্যাকরণ: আলোচ্য বিষয়ে যতসব প্রশ্ন হতে পারে তার সমাহার।


১) ণত্ব ও ষত্ব বিধান আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
২) শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় – রূপ
৩) রূপ গঠন করে – শব্দ
৪) শব্দতত্ত্বের অপর নাম – রূপতত্ত্ব
৫) বাক্যতত্ত্বের অপর নাম – পদক্রম
৬) বিভক্তিহীন নাম শব্দকে বলে – প্রাতিপদিক
৭) সাধিত শব্দ – হাতা, গরমিল। দম্পতি
৮) সাধিত শব্দ – ২ প্রকার
৯) প্রকৃতি – ২ প্রকার ১০) নাম প্রকৃতির উদাহরণ – হাতল, ফুলেল, মুখর
১১) প্রত্যয় – ২ প্রকার
১২) বাংলা ভাষায় উপসর্গ – ৩ প্রকার
১৩) সংস্কৃত উপসর্গ – ২০ টি
১৪) সংস্কৃত উপসর্গ – প্র, পরা, অপ
১৫) বাংলা উপসর্গ – ২১ টি
১৬) বাংলা উপসর্গ – অ, অনা, অঘা, অজ, আ, আব, নি
১৭) বাংলা ভাষার মৌলিক ধ্বনি সমূহ – ২ প্রকার
১৮) ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় – বর্ণ
১৯) বাংলা বর্ণমালায় মোট বর্ণ – ৫০ টি
২০) স্বরবর্ণ – ১১ টি
২২) ব্যঞ্জন বর্ণ – ৩৯ টি
২৩) বাংলায় – ২ টি যৌগিক স্বরধ্বনি ( ঐ, ঔ)
২৪) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় – কার
২৫) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে – ফলা
২৬) ক থেকে ম পর্যন্ত – ২৫ টি স্পর্শধ্বনি
২৭) দন্ত্য বর্ণ – ত, থ,দ, ধ
২৮) ওষ্ঠ বর্ণ – প, ফ, ব,ভ, ম
২৯) মূর্ধণ্য বর্ণ – ট, ঠ, ড,ঢ,ণ
৩০) উচ্চারনের স্থানের নামানুসারে ব্যঞ্জনবর্ণ সমূহ – ৫
ভাগে বিভক্ত
৩১) পরাশ্রয়ী বর্ণ – ৩ টি( ং, ঃ, ঁ)
৩২) নাসিক্য বর্ণ -৫ টি ( ঙ, ঞ, ণ, ন, ম)
৩৩) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি -২৫ টি
৩৪) স্পর্শ বর্ণ – ২৫ টি ( ক থেকে ম পর্যন্ত)
৩৫) স্পর্শ ব্যঞ্জনধ্বনি গুলো – ২ ভাগে বিভক্ত ( অঘোষ ও
ঘোষ)
৩৬) অঘোষ ধ্বনি – ক, খ, চ, ছ
৩৭) ঘোষ ধ্বনি – গ, ঘ, জ, ঝ
৩৮) ঘোষ ধ্বনি – ২ প্রকার ( অল্পপ্রাণ ও মহাপ্রাণ)
৩৯) অল্পপ্রাণ ধ্বনি – ক,গ, চ,জ
৪০) মহাপ্রাণ ধ্বনি – খ,ঘ, ছ,ঝ


দর্শক আপনার জন্য আমি/আমাদের এই পরিশ্রম। আমার/আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শুনব এতে আপনি উপকৃত হয়েছেন।  কাজেই আপনার মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আপনাদের এই মন্তব্যগুলো হবে আমাদের পথচলার একমাত্র সম্ভল। অবশেষে বলতে চাই, ভুল থাকবে না এটা দাবি করা নিজের অজ্ঞাতা বহন করবে।  তবে আপ্রণ চেষ্টা করেছি ভুলকে এড়াতে। তারপরেও ভুল থেকে গেলে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমা করে দিবেন।  ধন্যবাদ।  কথা হবে আগামী কোন এক পোস্টে।  আপনার কোন কিছু জানার থাকলে আমাদের ই-মেইল, ও নিচে কমেন্ট বক্সে জানান অচীরে আমরা উত্তর দিব।  আপনাদের সু-স্বাস্থ্য কমনা করি। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন।  পোস্টটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন। আবারো ধন্যবাদ, RS Learning Home এর সাথেই থাকুন।

 (সহায়ক বই - বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার প্রশ্নব্যাংক, নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই। বিভিন্ন লেখকের ব্যাকরণ বই।)

রায়হান শরীফ (রিমন)
          প্রতিষ্ঠাতা
RS Learning Home

 বিখ্যাত বাংলা প্রহসন


আরএসএলএইচ ডেস্ক:

অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯)    বিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপাড়ি, ডিসমিস, চাটুয্যে ও বাড়–য্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন।
 
গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২)    সপ্তমীতে বিসর্জন, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা
 
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫)    কিঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ। রামনারায়ন তর্করত্ন    যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।
 
মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪)    একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)।
 
মীর মোশারফ হোসেন( ১৮৪৭-১৯১২)    এর উপায় কি( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।
 
রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১)    বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।
 
দীনবন্ধু মিত্র( ১৮৩০-১৮৭৩)    সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)।
 
দ্বিজেন্দ্রলাল রায়    কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)।

দর্শক আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম।  আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা উপকৃত হবেন।  আমরা আশায় থাকি আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য। কাজেই আপনার অনুভূতি প্রকাশ করুন নিচের কমেন্ট বক্সে। আপনার কিছু জানার থাকলে কমেন্টে বা আমাদের ইমেইলে জানান পারেন, অচিরে আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

Saturday, November 10, 2018

NOUN এর যত জামেলা এক পোস্টে সমাধান। দেখুন একবার টেকনিকগুলো

 

 

 1-Noun

★Noun Suffix-er,or,tion,sion,dom,hood,ness,ship,ent,ment,ence,ty,ity,ee
উপরে উল্লেখিত Suffix থেকে Noun চেনা যায়

Ex-Satisfaction
 ‎
★Sentence এর Subject এবং Object Noun হয়
 ‎  Ex-Satisfaction depends on contemplation not on much money.
 ‎
★The+Noun+of
 ‎  Ex-This is the* go* of* the day

‎★Gerund এর object Noun হয়
 ‎  Ex-Walking(gerund) in the morning is good for health(Noun)
 ‎
★Singular+type of/kind of+Singular
 ‎  Ex-One kind of Bird
 ‎
★Plural+types of/kinds of+plural
 ‎  Ex-Two kinds of Books
 ‎
★Adjective+একটি Word থাকলে তা Noun হয়
 ‎Ex- Bad(adj) behaviour(noun)
 ‎
★Article ও Preposition এর মাঝে Noun হয়
 ‎  Ex-The(article) cruelty(noun) in(preposition) a battlefield
 ‎
★Article+Noun হয়
 ‎  Ex- An(art) acquital(n)
Countable ও Uncountable Noun এর মধ্যে পার্থক্য ও
এদের ব্যবহার  ‎

★Countable Noun★
 ‎1.Sing/Plural হয়
 ‎--Pen/Pens
2.‎Article বসে
 ‎--a pen/the pen
3. Many বসে
 ‎--many men
4.‎Few/A few
 ‎--A few friends
5.‎A/the number of
 ‎--A/the number of students

★Uncountable Noun★
 ‎1.Always singular
 ‎--Progress
2.‎Article বসে না
 ‎--progress
3.Much বসে
 ‎--Much money
4.‎Little/A little
 ‎--A little money
5.‎An/the amount of
 ‎--An/the amount of milk
 ‎
★★★ Some important uncountable noun★★★ ‎Advice,Homework,Work,News,Furniture,Information,Knowledge,Scenery,Traffic,Money,Weather,Bread,Permission,Anger,Progress,Accommodation,Leisure,Luck,Poetry,Baggage,Jewellery,Courage,Damage,Music,Mail,Expenditure,Corn,Fun.

 ধন্যবাদ, পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।  যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের কষ্ট সার্থক।  যদি ভাল মনে করেন তাহলে পোস্টটি আপনার বন্ধুর শেয়ার করুন। আর আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না।  যে আমাদের অনুপ্রাণিত করবে ভবিষ্যৎ পথ চলাই।


(সংগৃহীত)

Raihan Sharif (Rimon)
       Founder of
RS Learning Home

৭০০ পদে পূবালী ব্যাংক লিঃ এ Probationary Junior Officer ও Trainee Assistant Junior Officer (Cash) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- ১৫/১১ আবেদনের শেষ তারিখঃ 1 5 November 201 8

৭০০ পদে পূবালী ব্যাংক লিঃ এ Probationary Junior Officer ও Trainee Assistant Junior Officer (Cash) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ- ১৫/১১। আবেদনের শেষ তারিখঃ 1 5 November 201 8


আজই অনলাইনে আবেদন জমা দিন

সকল প্রতিযোগিতামুলক পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস







বাংলা সাহিত্যের ইতিহাস


আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? উঃ ১৮০১ সাল থেকে।
(প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,
রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও
বাংলাদেশঃ ১৯৪৭-বর্তমান পর্যন্তু)


বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? উঃ সপ্তম শতাব্দী।
পানিনি রচিত গ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? উঃ সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোনটি? উঃ বৈদিক।
বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত? উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? উঃ প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে।


কখন থেকে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয়? উঃ আধুনিক যুগে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? উঃ পাঁচ হাজার বছর।
আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি? উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? উঃ বৈদিক ভাষা।
বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উঃ ব্যাকরণবিদ পানিনি।
সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ সময়ে।
কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে
জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।


প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয়, তার নাম কি? উঃ অপভ্রংশ।
সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে? উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ।
কখন মাগবী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়? উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? উঃ গৌড় অপভ্রংশ থেকে।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? উঃ মাগধী প্রাকৃত।
প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? উঃ তিনটি।
বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? উঃ তিনটি।
বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? উঃ ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর।



রায়হান শরীফ রিমন
পরিচালক
RS Learning Home