বাংলা_ব্যাকরণ: আলোচ্য বিষয়ে যতসব প্রশ্ন হতে পারে তার সমাহার।
১) ণত্ব ও ষত্ব বিধান আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে
২) শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় – রূপ
৩) রূপ গঠন করে – শব্দ
৪) শব্দতত্ত্বের অপর নাম – রূপতত্ত্ব
৫) বাক্যতত্ত্বের অপর নাম – পদক্রম
৬) বিভক্তিহীন নাম শব্দকে বলে – প্রাতিপদিক
৭) সাধিত শব্দ – হাতা, গরমিল। দম্পতি
৮) সাধিত শব্দ – ২ প্রকার
৯) প্রকৃতি – ২ প্রকার ১০) নাম প্রকৃতির উদাহরণ – হাতল, ফুলেল, মুখর
১১) প্রত্যয় – ২ প্রকার
১২) বাংলা ভাষায় উপসর্গ – ৩ প্রকার
১৩) সংস্কৃত উপসর্গ – ২০ টি
১৪) সংস্কৃত উপসর্গ – প্র, পরা, অপ
১৫) বাংলা উপসর্গ – ২১ টি
১৬) বাংলা উপসর্গ – অ, অনা, অঘা, অজ, আ, আব, নি
১৭) বাংলা ভাষার মৌলিক ধ্বনি সমূহ – ২ প্রকার
১৮) ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় – বর্ণ
১৯) বাংলা বর্ণমালায় মোট বর্ণ – ৫০ টি
২০) স্বরবর্ণ – ১১ টি
২২) ব্যঞ্জন বর্ণ – ৩৯ টি
২৩) বাংলায় – ২ টি যৌগিক স্বরধ্বনি ( ঐ, ঔ)
২৪) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় – কার
২৫) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে – ফলা
২৬) ক থেকে ম পর্যন্ত – ২৫ টি স্পর্শধ্বনি
২৭) দন্ত্য বর্ণ – ত, থ,দ, ধ
২৮) ওষ্ঠ বর্ণ – প, ফ, ব,ভ, ম
২৯) মূর্ধণ্য বর্ণ – ট, ঠ, ড,ঢ,ণ
৩০) উচ্চারনের স্থানের নামানুসারে ব্যঞ্জনবর্ণ সমূহ – ৫
ভাগে বিভক্ত
৩১) পরাশ্রয়ী বর্ণ – ৩ টি( ং, ঃ, ঁ)
৩২) নাসিক্য বর্ণ -৫ টি ( ঙ, ঞ, ণ, ন, ম)
৩৩) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি -২৫ টি
৩৪) স্পর্শ বর্ণ – ২৫ টি ( ক থেকে ম পর্যন্ত)
৩৫) স্পর্শ ব্যঞ্জনধ্বনি গুলো – ২ ভাগে বিভক্ত ( অঘোষ ও
ঘোষ)
৩৬) অঘোষ ধ্বনি – ক, খ, চ, ছ
৩৭) ঘোষ ধ্বনি – গ, ঘ, জ, ঝ
৩৮) ঘোষ ধ্বনি – ২ প্রকার ( অল্পপ্রাণ ও মহাপ্রাণ)
৩৯) অল্পপ্রাণ ধ্বনি – ক,গ, চ,জ
৪০) মহাপ্রাণ ধ্বনি – খ,ঘ, ছ,ঝ
দর্শক আপনার জন্য আমি/আমাদের এই পরিশ্রম। আমার/আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শুনব এতে আপনি উপকৃত হয়েছেন। কাজেই আপনার মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আপনাদের এই মন্তব্যগুলো হবে আমাদের পথচলার একমাত্র সম্ভল। অবশেষে বলতে চাই, ভুল থাকবে না এটা দাবি করা নিজের অজ্ঞাতা বহন করবে। তবে আপ্রণ চেষ্টা করেছি ভুলকে এড়াতে। তারপরেও ভুল থেকে গেলে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। কথা হবে আগামী কোন এক পোস্টে। আপনার কোন কিছু জানার থাকলে আমাদের ই-মেইল, ও নিচে কমেন্ট বক্সে জানান অচীরে আমরা উত্তর দিব। আপনাদের সু-স্বাস্থ্য কমনা করি। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন। পোস্টটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন। আবারো ধন্যবাদ, RS Learning Home এর সাথেই থাকুন।
(সহায়ক বই - বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষার প্রশ্নব্যাংক, নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই। বিভিন্ন লেখকের ব্যাকরণ বই।)
রায়হান শরীফ (রিমন)
প্রতিষ্ঠাতা
RS Learning Home
No comments:
Post a Comment