বাংলা ১ম পত্র "সিরাজউদ্দৌলা" নাটকের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তথ্যাবলী
★প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা
★ইতিবাচক চরিত্র সিরাজউদ্দৌলা,আমিনা বেগম,মোহন লাল,মির মর্দান,সেনাপতি সাফ্রে,রাইসুল জুহালা
★ক্লেটন বেঈমান বলেছে ওয়ালী খান কে।
★গভর্ণর ছিলেন রজার ড্রেক
★গভর্ণর ড্রেকের ধ্বংস চায় উমিচাদ
★"বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা">উমিচাদ
★গোপনে অস্ত্র আমদানি হয় কাশিমবাজারে
★হলওয়েল ছিলেন ইংরেজ ডাক্তার
★নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে উমিচাদের গুপ্তচর
★সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ রাজা মানিকচাদঁ
★ওয়ালী খান কোম্পানির টাকার জন্য তাদের পক্ষে যুদ্ধ করেছে
★ইংরেজরা এদেশে বানিজ্যের অনুমতি পেয়েছিলো নবাব আলীবর্দি খান থেকে
★ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হয় ফোর্ট উইলিয়াম দূর্গে বসে
★উমিচাদ নবাবের কাছে অনুরোধ করে কৃষ্ণবল্লভের মুক্তির
★পলাশী ভাগিরথী নদীর তীরে অবস্থিত
★কলকাতা থেকে তাড়া খেয়ে জাহাজে ডুকে ড্রেক,মার্টিন,হ্যারীরা
★কিলপ্রাট্রিক ২৫০ জন সৈন্য নিয়ে আসে
★"ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে">মার্টিন
★ড্রেক লাহোর হয়ে বাংলাদেশে এসেছে
★১২০০০ টাকার বিনিময়ে মানিকচাদ ইংরেজদের কলকাতাতে ব্যবসায়ের অনুমতি দিয়েছিলো
★সকলের লাভ হবে শওকতজঙ্গ নবাব হলে
★ইংরেজদের চারগুন দামে জিনিসপত্র কিনতে হতো
★কিলপ্রাট্রিক,মার্টিন ৭০ টাকা বেতনের কর্মচারী
★কলকাতার দেওয়ান মানিকচাদ
★নবাবের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল
★মিরজাফর কোরআন শরীফ ছুয়ে প্রতিজ্ঞা করেছলো
★মিরন নাচগানে বেশি মশগুল থাকতেন
★মিরজাফর উমিচাদকে কালকেউটে বলেছিলো
★চুক্তি অনুযায়ী কলকাতাবাসী ৭০ লক্ষ টাকা পাবে
★মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়
★সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক
★প্রকাশিত হয় ১৯৬৫ সালে
★নাটকে ৪ টি অংক,১২ টি দৃশ্য রয়েছে
★মির জাফরের ৩ পুত্র ছিলো
★আলিনগর চুক্তি ১৭৫৭ সালে বাংলার নবাব ও ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভের মাঝে হয়
★সন্ধি অনুযায়ী মির জাফর শুধুমাত্র মাত্র মসনধে বসবে
★পলাশীর যুদ্ধে ইংরেজদের সৈন্য ছিলো তিন হাজার,নবাবের পক্ষে পঞ্চাশ হাজারের বেশি
★সিরাজউদ্দৌলাকে হত্যা করে মোহাম্মদি বেগ
দর্শক আপনার জন্য আমি/আমাদের এই পরিশ্রম। আমার/আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন শুনব এতে আপনি উপকৃত হয়েছেন। কাজেই আপনার মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আপনাদের এই মন্তব্যগুলো হবে আমাদের পথচলার একমাত্র সম্ভল। অবশেষে বলতে চাই, ভুল থাকবে না এটা দাবি করা নিজের অজ্ঞাতা বহন করবে। তবে আপ্রণ চেষ্টা করেছি ভুলকে এড়াতে। তারপরেও ভুল থেকে গেলে মানবিক দৃষ্টিতে বিবেচনা করে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। কথা হবে আগামী কোন এক পোস্টে। আপনার কোন কিছু জানার থাকলে আমাদের ই-মেইল, ও নিচে কমেন্ট বক্সে জানান অচীরে আমরা উত্তর দিব। আপনাদের সু-স্বাস্থ্য কমনা করি। নিজে ভাল থাকুন, অন্যকে ভাল রাখুন। পোস্টটি আপনার বন্ধুদের জানাতে শেয়ার করুন। আবারো ধন্যবাদ, RS Learning Home এর সাথেই থাকুন।
(সংগৃহীত)
No comments:
Post a Comment