"প্রেম পরাজয় "
পাল উড়ারে মাঝিরে তুইতরি বেয়ে যাব বহুদূর,
প্রেমের মরা সখি আমার
...... গেছে যত দূর,
আঁখি জলে ভাসে সখি,
সপ্ন বেয়ে আসে,
লাইলে-মজনুর গল্প বলে-
... জোসনা হাঁসে।
সখির খোজে যাব
ভিনদেশীর তরে,
কোথা গেল সখি আমার-
খুজে নিব তারে।
রাতে আমার ঘুম আসেনা
জোসনা দেখে রই,
সখি আমার পিছন ডাকে-
রূপালি বাতাসে কই?
★★★
লেখক- রায়হান শরীফ (রিমন)
No comments:
Post a Comment